হোম কোয়ারেন্টাইন বাড়িতে নিত্যপণ্য নিয়ে হাজির খাগড়াছড়ি পৌরমেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৮ মার্চ ২০২০

চীনে শুরু হওয়া প্রাণঘাতি করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রশাসনের নির্দেশনা মেনে খাগড়াছড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছেন ১৯ শিক্ষার্থী ও চাকরিজীবী। যারা ২-৩ দিন আগে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে খাগড়াছড়ি ফিরেছেন।

এমন খবরে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে খাগড়াছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের আপার পেরাছড়া এলাকায় কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে যান খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হক মাসুদ।

এ সময় হোম কোয়ারান্টাইনে থাকা ১৯ জন শিক্ষার্থী ও চাকরিজীবীর হাতে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন, ১ কেজি লবণ, ডেটল সাবান ও মাস্ক তুলে দেন।

করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য ধন্যবাদ দিয়ে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বলেন, করোনা ভাইরাসকে ভয় নয়, জনসচেতনতার মাধ্যমেই জয় করতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে গরিব-অসহায় ও নিম্ন-আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।