বিরামপুরে আইসোলেশনে থাকা দুজনের শারীরিক অবস্থার উন্নতি
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বছরের এক শিশু ও ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসটেন্টকে আইসোলেশনে রাখা হয়েছে। ইতোমধ্যে আইসোলেশনে থাকা দুইজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী।
গত সোমবার দুপুরে আট বছরের এক শিশুকে এবং মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসটেন্টকে আইসোলেশনে রাখা হয়। এ সময় তার পরিবারকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যে সকল লক্ষণ রোগীর মধ্যে থাকে তার প্রায় সব কিছুই আছে আইসোলেশনে থাকা ওই দুজনের মধ্যে।
এমদাদুল হক মিলন/এফএ/এমএস