ঘরে থাকুন, সুস্থ থাকুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৮ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মেহেরপুরে মাঠে নেমেছে সেনাবাহিনী।

‘ঘরে থাকুন, সুস্থ থাকুন’ স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শনিবার (২৮ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে টহল দিয়েছেন সেনাসদস্যরা।

টহলের সময় সেনাবাহিনীর সদস্যদের হাতে রয়েছে জনসচেতনতামূলক বিভিন্ন প্রকার প্ল্যাকার্ড। হাত ধোয়া, ঘরে অবস্থান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন মেনে চলাসহ বিভিন্ন বার্তা নিয়ে মানুষকে সচেতন করে যাচ্ছেন তারা।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান বলেন, করোনা নিয়ে মানুষের মাঝে সচেতনতা বেড়েছে। জরুরিকাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। জনসমাগত ও চায়ের দোকানের আড্ডা বন্ধ করেছি আমরা। মানুষকে সচেতন করে সতর্ক করা হচ্ছে। এরপরও যদি কেউ নির্দেশনা অমান্য করে তাহলে আইন প্রয়োগ করা হবে।

আসিফ ইকবাল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।