নরসিংদীতে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৮ মার্চ ২০২০

নরসিংদীতে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শিবপুর উপজেলার কারাচর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার জানাজায় নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, লে. কর্নেল (অব.) জয়নাল আবেদিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিন্টু, জেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর এলাহী, মান্নান ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে সকালে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার মরদেহবাহী গাড়ি নিজ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাকে এক নজর দেখতে ভির জমায় শত শত মানুষ। শুক্রবার (২৭ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সঞ্জিত সাহা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।