করোনা প্রতিরোধে বরগুনায় রাস্তায় নেমেছে নৌবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৯ মার্চ ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে বরগুনায় জীবাণুনাশক স্প্রে করা শুরু করেছেন নৌবাহিনী। এছাড়াও মাস্ক না থাকা ব্যক্তিদের মাস্কও বিতরণ করছেন এ বাহিনীর সদস্যরা।

রোববার সকাল থেকে বরগুনা শহরের টাউন হল এলাকায় এ কার্যক্রম শুরু হয়। করোনাভাইরাস যাতে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সড়কে চলাচলরত যানবাহন ও জনসাধারণকে জীবাণুমুক্ত করতে স্প্রে করেন নৌবাহিনীর সদস্যরা। পর্যায়ক্রমে পুরো জেলা জুড়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান বরগুনায় দায়িত্বপ্রাপ্ত নৌ কর্মকর্তা কমান্ডার নুরু-উজ-জামান।

Borguna-pic-(3)

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নৌবাহিনীর এমন কার্যক্রমের সময় অফিসে যাওয়ার পথে সেখানে উপস্থিত হন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান। গাড়িসমেত নিজে জীবাণুমুক্ত হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, নৌবাহিনীর এমন উদ্যোগে করোনা ভাইরাসের জীবাণুসহ সকল প্রকার জীবাণু ধ্বংস হয়ে যাবে। এর ফলে এক স্থান থেকে অন্য স্থানে কোনো প্রকার জীবাণু ছড়িয়ে পড়তে পারবে না। আমি নৌবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানাই।

Borguna-pic-(3)

এ বিষয়ে কমান্ডার নুরু-উজ-জামান সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বরগুনার জনসাধারণকে রক্ষা করার জন্য আমরা জীবাণুনাশক স্প্রে করা শুরু করেছি। বরগুনার সড়কগুলোতে চলাচলরত যানবাহনের চাকা ও সাধারণ মানুষের পায়ের নিচে আমরা স্প্রে করছি। এছাড়াও যাদের মাস্ক কেনার সামর্থ নেই কিংবা ভুলে মাস্ক বাসায় রেখে এসেছেন, তাদের আমরা বিনামূল্যে মাস্ক দিচ্ছি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নির্মূল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।