গাংনীর নিখোঁজ ডা. নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৯ মার্চ ২০২০

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আমিরুজ্জামান মোহাম্মদ সামসুল আরেফিন কুষ্টিয়ার খোকসায় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

রোববার বিকেলে মোবাইল ফোনে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। গত কয়েকদিন থেকে কোনো ছুটির দরখাস্ত না দিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তিনি ‘নিখোঁজ’ রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রিয়াজুল আলম জানান, ডা. আরেফিনকে ইমার্জেন্সি ডিউটি দেয়া হয়েছে। তিনি অনুপস্থিত থাকায় চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ডা. আমিরুজ্জামান মোহাম্মদ সামসুল আরেফিন জাগো নিউজকে জানান, কিছুদিন আগে একজন প্রবাসফেরত ব্যক্তি জ্বর নিয়ে গাংনী হাসপাতালে ভর্তি হলে তাকে চিকিৎসা দিয়েছিলাম। আমাদের নিরাপত্তাব্যবস্থা নাজুক থাকায় করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে আমি নিজেই কুষ্টিয়ার খোকসা নিজ গ্রামের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছি।

করোনা পরিস্থিতিতে সরকারিভাবে চিকিৎসকদের ছুটি বাতিল করায় আমি কাউকে জানিয়ে আসিনি। এতে যদি আমার চাকরি চলেও যায় তবুও নিজের এবং আশপাশের সকলের কথা চিন্তা করে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।

আসিফ ইকবাল/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।