খাবার নিয়ে অসহায়দের বাড়ি বাড়ি গেলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৯ মার্চ ২০২০

করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত সময় পার করছেন জেলার প্রশাসনিক কর্মকর্তারা। খাবার সামগ্রী নিয়ে ছুটছেন অসহায়দের বাড়ি বাড়ি।

সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ রোববার বাড়ি বাড়ি গিয়ে ১৬৫ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

jagonews24

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও একটি করে সাবান।

প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম জানিয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ১৬৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যদিও প্রয়োজনের তুলনায় বরাদ্দ অনেক কম। কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরে বরাদ্দ এলে অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।