কাউকে কষ্ট করতে হবে না, খাবার নিয়ে সবার ঘরে যাব আমি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ৩০ মার্চ ২০২০

ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী নিয়ে নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান।

সোমবার (৩০ মার্চ) দুপুর থেকে পলাশ উপজেলা বাসস্ট্যান্ড এলাকার খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন এমপি। এক সপ্তাহের খাদ্যসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।

এমপির খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, পাঁচ কেজি আলু, এক কেজি পেয়াঁজ, একটি সাবান ও একটি মাস্ক। এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এমপির খাদ্যসামগ্রী পাওয়া স্থানীয় রিকশাচালক আব্দুল করিম বলেন, দেশের যে অবস্থা সরকার যদি সহযোগিতা না করে তাহলে না খেয়ে থাকতে হবে আমাদের। রাস্তায় মানুষ নেই। আমরা ঘরে বসে আছি। রিকশা চালিয়ে যা রোজগার হতো তা দিয়ে সংসার চলতো। সোমবার এমপির খাদ্যসামগ্রী পেলাম। এক সপ্তাহ পেট চলবে। স্বস্তি পেলাম।

সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান বলেন, গত কয়েক দিন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্যসামগ্রী নিম্নআয়ের মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছি। আজ থেকে আমার ব্যক্তিগত তহবিল থেকে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। যাতে কোনো মানুষ রাস্তায় বের না হয়, খাবারে কষ্ট না পায়। যতদিন দেশে করোনা দুর্যোগ থাকবে ততদিন সবার পাশে থাকব আমি। কাউকে খাবারের জন্য কষ্ট করতে হবে না। আমি খাবার নিয়ে অসহায়দের বাড়ি বাড়ি হাজির হব।

সঞ্জিত সাহা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।