১২০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন এমপি আব্দুল হাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:১৯ পিএম, ৩০ মার্চ ২০২০

 

করোনার কারণে সারা দেশের মতো ঝিনাইদহেও বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা। হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিতে ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজার থেকে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ভাইট বাজারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে দিনব্যাপী উপজেলার দুধসর, ফুলহরি, মির্জাপুর, উমেদপুর ও ত্রিবেনী ইউনিয়নের ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চাল ও আলু পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।

সংসদ সদস্য আব্দুল হাই বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সবাই ঘরে থাকুন, জনসমাগম এড়িয়ে চলুন। স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন। নিম্নআয়ের মানুষের পাশে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি রাজনীতিবিদ এবং সমাজের বিত্তবানরা এগিয়ে এসে সাহায্য সহযোগিতা করা উচিত।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।