রান্নাঘরে আগুনে প্রাণ গেল গৃহবধূর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ৩১ মার্চ ২০২০

ঝিনাইদহের শৈলকুপায় রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে টুকটুকি (২০) নামে এক গৃহবধূ দগ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার নাকৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টুকটুকি ওই গ্রামের স্বপন জোয়ারদার পিন্টুর স্ত্রী।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, দুপুরে নিজ রান্নাঘরে রান্না করছিলেন টুকটুকি। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রান্না ঘরে আগুন ধরে যায়। পরক্ষণেই বৈদ্যুতিক তার ছিঁড়ে তার গায়ের ওপর পড়লে তিনি দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আগুন মহূর্তেই আশপাশের অন্তত ১০টি বাড়িতে ছড়িয়ে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে মা শিউলি বেগম, স্বামী স্বপন জোয়ারদার পিন্টু এবং অপর ব্যক্তি চনের উদ্দিন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।