ঘরের বাইরে এসে বিপদ ডেকে আনবেন না
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরায় জেলা প্রশাসকের নেতৃত্বে মাঠে রয়েছে সেনাবাহিনী। মানুষ যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেটি তদারকি করছেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
মঙ্গলবার সকালে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে শহরের বিভিন্ন সড়কে মাইকিং করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।
খেটে খাওয়া দুস্থ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঘরে থাকুন। আপনাদের যেন কষ্ট না হয় সেজন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। ঘরের বাইরে এসে বিপদ ডেকে আনবেন না।
এদিকে, শহরের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া সব বন্ধ রয়েছে। রাস্তাঘাটে লোকসমাগম নেই। চলমান রয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সোমবার রাতে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও তার স্ত্রী ব্যক্তি উদ্যোগে ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
আকরামুল ইসলাম/এএম/পিআর