যুক্তরাষ্ট্রে করোনা কাড়লো কুলাউড়ার নিশাতের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০১ এপ্রিল ২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নিশাত আফছা চৌধুরী (২৮) নামের এক বাংলাদেশি নারী। তার শ্বশুরবাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিশাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে স্বামী আফাজুর রহমান চৌধুরী ফাহাদের সঙ্গে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই দিন আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে ভর্তি হন নিশাত। পরে করোনার সংক্রমণ ধরা পড়লে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিশাতের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কমিউনিটি ও তার গ্রামের বাড়িতে।

নিশাতের স্বামী ফাহাদ জানিয়েছেন, নিউইয়র্কে পার্ক মুসলিম ফিনারেল সেন্টারের তত্ত্বাবধানে নিউজার্সির কুলাউড়া সমিতির কবরস্থানে দাফন করা হবে নিশাতকে।

রিপন দে/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।