ঝালকাঠিতে জ্বরে শিশুর মৃত্যু, ৬ পরিবার কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০১ এপ্রিল ২০২০

ঝালকাঠির কাঁঠালিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই বাড়ির ৬ পরিবারের ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে কাঁঠালিয়া উপজেলার আমুয়া সরকারপাড়া এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কামরুজ্জামান সোহাগ জানান, শিশুটি গত ২-৩ দিন ধরে জ্বরে ভুগছিল। মঙ্গলবার ফ্রিজের তরমুজ খাওয়ানোর পর ডায়রিয়া দেখা দেয়। এতেই শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে ওই বাড়িতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ডাক্তার গিয়ে ৬টি পরিবারের ৩০ জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

আতিকুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।