বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০১ এপ্রিল ২০২০

খাবার ফুরিয়ে যাওয়া হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান। সরকারের দেয়া আধা মেট্রিক টন চাল ও ব্যক্তিগত তহবিল থেকে তিনদিনে দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের কাদিকাটি, কাশিয়াডাঙ্গা, চোমরখালী, বাগমারা, এনায়েতপুর, মঙ্গলানন্দকাটি, টিকারামপুর, কৈখালী, গাছা, কৃষ্ণনগর, দলুয়া, পাকশিয়া ও খলিষখালী এলাকার দরিদ্র মানুষের বাড়িতে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন চেয়ারম্যান।

jagonews24

খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ইউনিয়নের মানুষকে সতর্ক করতে প্রথম থেকে মাইকিংসহ গ্রামে গ্রামে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। ইউনিয়নের সব মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ আওয়ামী লীগ ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে নিয়ে কয়েক দফায় সভা করা হয়।

গত এক সপ্তাহ ধরে সাতক্ষীরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক ইউনিয়নের হাটবাজারে ও প্রতিটি ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করা হয়। মাস্ক, সাবান ও জীবাণুনাশক বিতরণ করা হয়।

তিনি বলেন, যারা প্রধানমন্ত্রীর ঘোষণা মেনে করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে বাড়ি রয়েছেন; তাদের তালিকা করে বাড়িতে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। ব্যক্তিগতভাবেও সহযোগিতা অব্যাহত রেখেছি আমি।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।