জামালপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ
বিশ্বব্যাপী ছড়িয়েপড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমিক, কর্মচারী ও নিম্নআয়ের মানুষের মাঝে জামালপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এসএসসি ব্যাচ’৯৯ এর উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বুধবার দুপুরে জামালপুর সদর উপজেলার ছোনটিয়ায় করোনা ভাইরাসের প্রভাবে অলস বসে থাকা তৃতীয় শ্রেণির মিল কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করে আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
এছাড়াও দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম মোহসিনুজ্জামান মোহসিন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রতিষ্ঠানটির পরিচালক নুরে আলম নিশাত, আয়তুলাল্লাহ আল আমিন মুক্তা, ব্যবস্থাপক আক্তারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা সরকারের পাশাপাশি বিত্তবানদের খাদ্যসামগ্রী নিয়ে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে প্রধান অতিথি আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব উদ্যোগে ২৫০ জন মিল কর্মচারীর মাঝে ত্রাণ হিসেবে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করেন।
এদিকে করোনার ভাইরাসের প্রভাবে কর্ম হারানো নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে এসএসসি’ ৯৯ ব্যাচ। জামালপুর পৌরসভার দেউড়পাড় চন্দ্রা এলাকায় ত্রাণ বিতরণ উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫২ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ, তেল ও সাবান বিতরণ করা হয়। প্রশাসনের পাশাপাশি নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য জামালপুর এসএসসি’ ৯৯ ব্যাচকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, নেজারত শাখার সহকারী কমিশনার মো. আবু আব্দুল্লাহ খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এবং ’৯৯ ব্যাচের শোয়েব, মিলু, রনি, সুজন, হাসান, মমিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এখন পর্যন্ত জেলার ৭ উপজেলায় ২৩ হাজার ৫০৪টি নিম্নআয়ের পরিবারের মাঝে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। প্রশাসনের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানদেরকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
এমএএস/এমকেএইচ