করোনায় অলস সময় কাজে লাগাতে ব্যতিক্রমী উদ্যোগ প্রভাষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০২ এপ্রিল ২০২০

সাতক্ষীরার উপকূলীয় শিক্ষার্থীদের হাতে কার্টুন, গল্প, রম্য-রচনা, ভ্রমণকাহিনিসহ নানা ধরনের বই তুলে দিচ্ছেন প্রভাষক ইদ্রিস আলী। করোনায় ঘরে বসে অলস সময় কাজে লাগাতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন তিনি। কখনও অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী আবার কখনও বই হাতে ছুটছেন তিনি।

ইতোমধ্যে সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রাকাটি, রুইয়ারবিল গ্রামে শিশু, কিশোর-কিশোরীদের মাঝে এসব বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে আবারও শুরু করেছেন বই বিতরণ কার্যক্রম।

jagonews24

সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী বলেন, করোনা পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হতে পারছে না। বাড়িতে অলস সময় কাটাচ্ছে এসব শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ইতোমধ্যে বই পড়া থেকে শিক্ষার্থীদের দূরত্বের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা এ সময় গল্প, কার্টুন, রম্য-রচনা, ভ্রমণকাহিনিসহ নানা ধরনের বই পড়ে সময় পার করতে পারবে।

তিনি বলেন, বই পড়ার মধ্য দিয়ে একদিকে যেমন সময় কেটে যাবে অন্যদিকে বই পড়া থেকে দূরত্ব সৃষ্টি হবে না। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া ৩০ অসহায় পরিবারের বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। ১০০ পরিবারকে খাবার দেয়ার ইচ্ছা রয়েছে আমার। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।