শেরপুরে করোনা সন্দেহে মা-ছেলের নমুনা সংগ্রহ, বাড়ি লকডাউন
শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মা-ছেলের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আইইডিসিআরের নির্দেশনায় স্থানীয় একটি মেডিকেল টিম বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাদের নমুনা সংগ্রহ করে।
এ ঘটনায় ওই বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, ওই ছেলে গত চারদিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। তিনি পেশায় রিকশাচালক। গতরাত থেকে তার মাও অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। তাদের কথার ভিত্তিতেই স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের জ্বর, সর্দি, গলা ব্যথার কথা জানতে পারেন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই দুইজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ পেলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।
আরএআর/পিআর