৯টি ট্রাকে করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন সাবেক এমপি
নরসিংদীর শিবপুরে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫ হাজার অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করেছেন শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা।
বৃহস্পতিবার সকালে শিবপুর ডাকবাংলো রোডে সাবেক এমপির ব্যক্তিগত কার্যালয় থেকে এসব খাবার বিতরণ করা হয়। পরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ট্রাকে করে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়া হয়। দিনব্যাপী এ কার্যক্রম চলবে।
প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, এক লিটার তৈল, ১টি সাবান ও একটি করে মাস্ক দেয়া হচ্ছে।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শিবপুর আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন। খাবারের অভাব নেই। করোনা মোকাবেলায় আপনারা সরকারের নির্দেশনা মেনে চলুন। ঘরে থাকুন। নিজেকে সুরক্ষিত রাখুন। অপরকে সুরক্ষিত রাখতে সহযোগিতা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোষ্ণামী, শিবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক তাজুল মোল্লা, কামাল প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সঞ্জিত সাহা/এমএএস/এমকেএইচ