ঠাকুরগাঁওয়ে ২৯০টি খেটে খাওয়া পরিবারে চাল-ডাল বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০২ এপ্রিল ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে অচল হয়ে পড়েছে দেশ। কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া শ্রেণির মানুষজন। দেশের এ অবস্থায় সরকার গরিব ও অসহায় মানুষের জন্য ইতোমধ্যে প্রতিটি জেলায় সরকারিভাবে ত্রাণ হিসেবে চাল বরাদ্দ দিয়েছে।
এর মধ্যে বি-ক্যাগরিতে ঠাকুরগাঁও জেলায় দুই দফায় ৫৪৮ মেট্রিন চাল ও নগদ ১৪ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এসব বরাদ্দ থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করছে।

পাশাপাশি এ জেলায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি উদ্যোগেও অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করছে।

এর মাঝে গত দুদিনে ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন এলাকা ও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা চৌধুরী খোকন।

এ দুদিন ১৭০টি খেটে খাওয়া পরিবারের মাঝে তিনি, চাল, ডাল, তেল, সাবান ও আলু বিতরণ করেছেন। এ সময় বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবর রহমান, দেবীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সমাজের সম্পদশালী মানুষদের প্রতি আহ্বান জানিয়ে জাগো নিউজকে বলেন, আসুন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। ইনশাল্লাহ মহান সৃষ্টিকর্তার কৃপা ও আমাদের সকলের সন্মিলিত প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে এ দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো।

অপরদিকে গতকাল বুধবার, একই এলাকায় ১২০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক এসএম সাওন চৌধুরী। এ সময় তিনি দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, চিড়া ও সাবান বিতরণ করেন।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।