সাড়ে ৫ হাজার দরিদ্র মানুষকে ত্রাণ দিলেন তোফায়েল আহমেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোল
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০২ এপ্রিল ২০২০

সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ভোলায় ঘরে থাকা সাড়ে ৫ হাজার দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে খাদ্য সহায়তা কার্যক্রম টেলিকনফারেন্সে উদ্বোধন করেন তিনি।

এসময় তোফায়েল আহমেদের পক্ষে বিতরণের জন্য জেলা আ. লীগ নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগ সভাপতি-সম্পাদকের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

Tofayel-Ahmed

টেলিকনফারেন্সে তোফায়েল আহমেদ বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মারাত্মক অবস্থার সৃষ্টি করেছে। এটা বৈশ্বিক ব্যাপার, এটা শুধু বাংলাদেশের একার সমস্যা নয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও গৃহিত পদক্ষেপের কারণে বাংলাদেশের মানুষ মোটামুটি যত্নবান ও নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করছে।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজলো আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।