সরকারি নির্দেশনা অমান্য করলে ত্রাণসহ কোনো সহযোগিতা পাবেন না
সরকারি নির্দেশনা অমান্য করে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের জন্য ত্রাণ ও অন্যান্য সহযোগিতা না দেয়ার কথা জানালেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুরে হতদরিদ্রদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ ব্যক্তিগতভাবে এ ইউনিয়নের বাছাই করা আড়াই শতাধিক হতদরিদ্র মানুষকে চাল ও চাল নিতে আসা যাতায়াত ভাড়া প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু ও মনিরুজ্জামান আতু।
সীমিত আকারের এ অনুষ্ঠানে ছিল একে অপরের মধ্যে দূরত্ব বজায় রেখে খাদ্য নেয়ার নির্দেশনা। এ অনুষ্ঠানের মাধ্যমে বার বার হাত ধোয়া ও পরিবারকে নিরাপদ রাখার পরামর্শ দেয়া হয়।
আসিফ ইকবাল/এমএএস/পিআর