দোকান খোলা কেন, মাস্ক কই বলেই চড়-থাপ্পড় মারলেন তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৩ এপ্রিল ২০২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজারে দোকান খোলা রাখায় অর্থদণ্ড দিয়ে জনতার হাতে ধরা খেলে সাইফুল ইসলাম ( ৩৫) নামে এক ব্যক্তি। এসময় তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়েছিলেন। মূলত তিনি ভুয়া। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সাইফুল ইসলাম ওই বাজারের বিভিন্ন দোকানে গিয়ে জানতে চান দোকান খোলা কেন? মাস্ক নেই কেন? বলেই দোকানদারদের চড় থাপ্পড় মারতে থাকে এবং জরিমানা করে।

এ সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশ না থাকয় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

fraud

আটক ভুয়া ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদিশপুর গ্রামের মৃত্যু হাফিজুরের ছেলে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ এ কেএম মেহেদী হাসান জানান, সাইফুল ফাঁসিতলা বাজারের বিভিন্ন দোকান খোলা কেন, মাক্স পড়েনি কেন? এ নিয়ে দু-একজনকে চড় থাপ্পড় মারে। তবে টাকা চেয়েছে কীনা জানা নেই এবং এ ব্যাপারে কোনো অভিযোগও নেই।

জাহিদ খন্দকার/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।