করোনা সন্দেহে নীলফামারীতে ১২ জনের নমুনা সংগ্রহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১১:২৭ পিএম, ০৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সন্দেহে নীলফামারীতে ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার এই নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানের মাইক্রোবাইলজি বিভাগে স্থাপিত পিসিআর মেশিনে এই নমুনার পরীক্ষা করা হবে।

নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন জানান, জেলার ৬টি উপজেলায় দুজন করে ১২জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হলো। শনিবার (৪ এপ্রিল) এই ১২ জনের নমুনার রির্পোট পাওয়া যাবে।

তিনি বলেন, এমও-ডিসি, এমটি ইপিআই ও এমটি ল্যাবের সমন্বয়ে গঠিত ৬টি টিম এ জেলায় কাজ করছে।

‘গত ২৪ ঘন্টায় আবার নতুন করে হোম কোয়রেন্টাইনে যুক্ত হয়েছেন ৫ জন। বর্তমানে রয়েছেন ৮৬ জন। ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইন সম্পন্ন হয়েছে ২৫৭ জনের। তারা সবাই সুস্থ আছেন’,- বলেন তিনি।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।