সর্দি-কাশিতে চরফ্যাশনে শিশুর মৃত্যু, ৮ বাড়ি লকডাউন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:১২ এএম, ০৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য শুক্রবার (৩ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এই ঘটনার পর আশপাশের আটটি বাড়ি লকডাউনের নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, পরিবারের মাধ্যমে জানতে পেরেছি হঠাৎ ঠান্ডা লেগে শ্বাসকষ্টে শিশুটি মারা যায়।

এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।