ট্রাকচাপায় মারা গেলেন মোটরসাইকেল আরোহী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মামুন মন্ডল (৩২) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বামনগাথা নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। মামুন মহেশপুরের সাতপোতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রমেশ কুমার সাহা জানান, সকালে উপজেলার ভৈরবা বাজার থেকে মোটরসাইকেলে মহেশপুর শহরে আসছিলেন মামুন মন্ডল। এসময় তার সঙ্গে আরো একজন সহযোগী ছিলেন। পথিমধ্যে বামনগাথা নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে মামুন মন্ডল মারা যান। অপর ব্যক্তি চিকিৎসাধীন।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।