অসহায় মানুষের পাশে একদল তরুণ
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও চারজন।
এদিকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছেন জামালপুর শহরের অনেক শ্রমজীবি মানুষ। সরকারী ভাবে সাহায্য করছে জেলা প্রশাসন। তারপরও বাইরে থেকে যাচ্ছেন অনেকে। তাদের খুঁজে বের করে সাহয্যের হাত বাড়িয়েছে জামালপুরের একদল তরুণ।
যাদের কেউ আইনজীবী, কেউ তথ্যপ্রযুক্তিবিদ আবার কেউ বা সামাজিক সংগঠনের উদ্যোক্তা। সকলের সম্মিলিত উদ্যোগে জামালপুর শহরের কর্মহীন রিকশাওয়ালা ও দিনমজুরদের খাদ্য সামগ্রী বিতরণ করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'ঘরবন্দী আমরা, ক্ষুধায় জ্বলছে ওরা' শিরোনামে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন।
এ প্রসঙ্গে ইভেন্টটির অন্যতম উদ্যোক্তা ফেরদৌস ইবনে কাদের বাপ্পী জানান, অনলাইনে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এখন পর্যন্ত ১১০টি পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরেছি এবং আগামীকাল আরও ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১/২ কেজি লবণ এবং ১টি সাবান। প্রতিদিনের খরচের হিসাব আমরা প্রতিদিন রাত ১১টায় ফেসবুকের ইভেন্ট পেজে জানিয়ে দিচ্ছি।'
এই ইভেন্টে সাহায্য পাঠাতে পারবেন ০১৭১৭৯৩৬৩৭৬ (বিকাশ), ০১৭৪২৫৬৬৭৬৬৮ (রকেট) এই নাম্বারে।
এএ