প্রতিমন্ত্রী বললেন ‘আমি বাইরে আছি, আপনারা ঘরে থাকুন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৪ এপ্রিল ২০২০

‘আমি জীবনের ঝুঁকি নিয়ে প্রশাসনের সঙ্গে বাইরে আছি। আপনারা ঘরে থাকুন। সরকার স্কুল-কলেজ, অফিস-আদালত সবকিছু বন্ধ করে দিয়েছে। আপনারা অনুধাবন করে ঘরে থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।’ কথাগুলো বলেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। শনিবার দুপুরে নেত্রকোনায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসক মঈন উল ইসলামের সভাপতিত্বে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, জেলা সিভিল সার্জন তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফখরুজ্জামান জুয়েল, জেলা সমাজ সেবা কর্মকর্তা আলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনা।

অনুষ্ঠানে ৩২ জন উপকারভোগীর মাঝে ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় ২৫ জন তৃতীয় লিঙ্গের লোকজনকে তিন হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়।

কামাল হোসাইন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।