চিকিৎসকদের ৫ হাজার পিপিই দিল থার্মেক্স গ্রুপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০২০

নরসিংদীতে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য পাঁচ হাজার পিপিই দিয়েছে থার্মেক্স গ্রুপ। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের কাছে এসব পিপিই হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন, নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান, সদর হাসপাতালের ডা. সৈয়দ আমীরুল হক শামীম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশেনের সভাপতি ডা. মোজাম্মেল হক কমল ও সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপু।

আবদুল কাদির মোল্লা বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আক্রান্ত রোগীদের সর্বপ্রথম যারা সেবাটি দেবেন তারা হলো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এজন্য তাদের ব্যক্তিগত নিরাপত্তাটি দরকার সবার আগে। এই বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক থার্মেক্স গ্রুপ এসব পিপিই সরবরাহ করেছে। এছাড়া আমার ব্যক্তিগত পরিচালনাধীন মজিদ মোল্লা ফাউন্ডেশন নরসিংদী জেলার নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অসহায় দুস্থ ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে। সরকারের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

সঞ্জিত সাহা/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।