তাবলিগ জামাতে আসা মুসল্লি করোনা আক্রান্ত, পৌর এলাকা লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৫ এপ্রিল ২০২০

তাবলীগ জামাতে আসা এক মুসল্লি করোনায় আক্রান্ত হওয়ায় মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

করোনা আক্রান্ত ওই ব্যক্তি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তার বয়স আনুমানিক ৬০ বছর। তিনি সিংগাইর পৌরসভার আজিমপুর নয়াডাঙ্গী এলাকার বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদরাসায় তাবলিগ জামাতে এসেছিলেন।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Lockdown

তিনি জানান, গত ২৪ মার্চ থেকে ১২ সদস্যের একটি তাবলিগ জামাতের দল ওই মাদরাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে ফরিদপুর থেকে আসা ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্মীয়ের সঙ্গে ঢাকায় আইইডিসিআরে গিয়ে পরীক্ষা করান। পরে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে তাকে আইইডিসিআরের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্য ১১ সদস্য ও স্থানীয় ৬ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার রাত ১২টার দিকে আইইডিসিআর থেকে তার করোনায় আক্রান্তের খবর আমাদের জানানো হয়। এরপরই সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

বি.এম খোরশেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।