টিসিবির ৩৭০ লিটার তেল দোকানে বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৫ এপ্রিল ২০২০

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩৭০ লিটার তেল দোকানে রেখে বিক্রির অপরাধে বাগেরহাটের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৫ এপ্রিল) দুপুরে শহরের তেলপট্টিতে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বলেন, রোববার দুপুরে সাহা ভান্ডার থেকে ৩৭০ লিটার (৫ লিটারের ৭৪টি বোতল) টিসিবির তেল জব্দ করা হয়। টিসিবির তেল দোকানে রেখে বিক্রির অপরাধে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তীতে যেন এমন কাজ না করে সেজন্য তাকে সতর্ক করা হয়েছে।

শওকত আলী বাবু/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।