গাইবান্ধায় জ্বর-সর্দি-কাশিতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৫ এপ্রিল ২০২০
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তি (৭০) মারা গেছেন। রোববার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে গলাব্যথা নিয়ে পল্লী চিকিৎসকের কাছে যান ওই বৃদ্ধ। স্থানীয় পল্লী চিকিৎসক তাকে চিকিৎসা দেন। কিন্তু চিকিৎসায় সেরে না উঠায় গত বৃহস্পতিবার পরিবারের লোকজন জ্বর, সর্দি-কাশির ওষুধ নিতে ওই চিকিৎসকের বাড়িতে যান। তখন চিকিৎসক তাদেরকে বলেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে। এভাবে দুদিন অতিবাহিত হলে রোববার দুপুরে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে করোনাভাইরাসের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে জানা গেছে তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন। তার শরীরে করোনার লক্ষণ ছিল না। তারপরও আমরা খোঁজখবর নেব।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন বলেন, অন্য কোনো রোগে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই।

জাহিদ খন্দকার/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।