জয়পুরহাটে জ্বর-শ্বাসকষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৬ এপ্রিল ২০২০
ফাইল ছবি

জয়পুরহটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিন্নিপাড়া গামে জ্বর ও শ্বাসকষ্টে ছানাউল ইসলাম (২৮) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) বেলা পৌনে ৩ টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ছানাউল ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আওলাই ইউনিয়নের চেয়ারমান আব্দুর রাজ্জাক স্থানীয়দের বরাত দিয়ে জানান, দরিদ্র যুবক ছানাউল বেশ কিছুদিন ধরে ঢাকা ও চট্টগামে রিকশা চালাতেন। আবার কখনও দিনমজুরের কাজ করতেন। দীর্ঘদিন ধরে তিনি হাঁপানি ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গত মাস দুয়েক আগে ছানাউল বাড়ি ফিরে আসেন। এরপর কিছু দিন সুস্থ থাকলেও গত ৩/৪ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভোগার পর ছানাউল মারা যান।

এ ব্যাপারে জয়পুরহাটের পুলিশ সুপার সালাম কবীর জানান, খবর পেয়ে তিনি সিভিল সার্জন, উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন।

রাশেদুজ্জামান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।