একমাসের জন্য মৌলভীবাজারের সব কুকুরের দায়িত্ব নিলেন সুয়েল
চলমান করোনা সংকটে মৌলভীবাজার শহর এবং সদর উপজেলায় ৪০টি ফ্ল্যাট ও দোকানের ভাড়া মওকুফ করার পর এবার মৌলভীবাজার পৌরসভার সব কুকুরের একমাসের খাবারের দায়িত্ব নিলেন সুয়েল আহমদ। রোববার থেকে তিনি এ কার্যক্রম শুরু করেছেন তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে তিনি নতুন করে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।
সুয়েল আহমদ কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কনকপুরে।
সুয়েল আহমদ জানান, পৃথিবীতে সব প্রাণীর বাঁচার অধিকার আছে। চলমান সংকটে সবচেয়ে বেশি বিপদে পড়েছে মানুষের পাশাপাশি বসবাস করা কুকুর-বিড়াল। দুই দিন আগে জাগো নিউজের মৌলভীবাজার প্রতিনিধির মাধ্যমে জানতে পারি কুকুরের জন্য খাবার দরকার। আমি সঙ্গে সঙ্গে একমাস খাবার দেব বলে জানাই।
তিনি বলেন, এসব কুকুর মুখে বলতে পারছে না খাবারের প্রয়োজন। কিন্তু তাদের মানুষের প্রয়োজনে বাঁচিয়ে রাখা দরকার। তাই আমি এদের খাবারের উদ্যোগ নিয়েছি। প্রথম দিনে মনে হয়েছে পৌরসভার ভেতরে প্রায় দুইশ কুকুর আছে। যদি আরও কুকুর আসে তাদেরকেও খাবার দেব। এই সব কুকুর যদি খাবার না পায় সেটা মানুষের জন্যও হুমকি হবে। ক্ষুধার্ত কুকুর আক্রমণ করতে পারে।
তিনি আরও বলেন, আমি যতটা শুনেছি বাংলাদেশে প্রায় ১২ লাখ কুকুর আছে। সবাইকে এদের পাশে এগিয়ে আসার আহ্ববান জানাচ্ছি। আলাদা খাবার দিতে না পারলেও অন্তত নিজের উচ্ছিষ্ট খাবারটাই দিন।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) জেলা কমিটির আহ্বায়ক আ স ম সালেহ সোহেল জানান, ধন্যবাদ জানাচ্ছি তাকে। এটা খুবই দরকারি ছিল। মানুষের পাশাপাশি কুকুরেরও বেঁচে থাকা দরকার। অন্যরাও এগিয়ে আসবেন সেই প্রত্যাশা।
রিপন দে/এফএ/জেআইএম