করোনা উপসর্গ নিয়ে নাটোরে আইসোলেশনে যুবক
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নাটোর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এক যুবককে (২২) ভর্তি করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) রাতে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
তার জ্বর, বমি ও পেটব্যথা রয়েছে। ওই যুবকের বাড়ি সিংড়া উপজেলার নারায়ণপুর গ্রামে। তার শরীরে করোনাভাইরাস আছে কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও সাতজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, সোমবার বিকেলে জ্বর, বমি ও পেটব্যথা নিয়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ওই যুবক।
রাতেই তাকে নাটোর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তার চকিৎসা চলছে। তিনি বর্তমানে ভালো আছেন। তারপরও তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের করোনা ইউনিটে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন বলেন, ওই যুবকের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ওই যুবক ছাড়াও আরও ছয়জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/এএম/এমএস