স্বেচ্ছায় লকডাউনে গেল ১৭০ পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১১:২৩ এএম, ০৮ এপ্রিল ২০২০

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দিনাজপুর শহরের এক পাড়ার ১৭০ পরিবার স্বেচ্ছায় লকডাউনে গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শহরের সুইহারী আশ্রমপাড়ার ১৭০ পরিবার স্বেচ্ছায় লকডাউনে যায়।

আশ্রমপাড়ার বাসিন্দা চিরঞ্জিত সরকার জানান, বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আমরা এই লকডাউনের উদ্যোগ গ্রহণ করেছি। এই পাড়ার ৩টি প্রবেশপথের মধ্যে ২টি প্রবেশপথ বন্ধ করে দিয়েছি ও ১টি প্রবেশপথে হাতধোয়া ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, পাড়ায় বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া এই পাড়ার মানুষ বাইরে যাচ্ছেন না। এলাকায় প্রবেশের পূর্বে হাত ভালো করে ধুয়ে জীবানুনাশক স্প্রে করে প্রবেশ করতে বলা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।