নাটোরে স্বেচ্ছায় লকডাউনে দুই গ্রামের মানুষ
নাটোরের বাগাতিপাড়ার দেবনগর ও মাছিমপুর গ্রামে কারও দেহে নেই করোনাভাইরাসের উপসর্গ। নেই কোনো জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগী। তবুও করোনা সতর্কতায় স্বেচ্ছায় পুরো গ্রামকে লকডাউন ঘোষণা করেছে দুই গ্রামের বাসিন্দারা।
তাদের দাবি, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। নিজেদের গ্রামকে তা থেকে সুরক্ষিত রাখতে ও বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে বাইরের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না এবং গ্রামবাসীও জরুরি প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে বের হচ্ছেন না।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে ওই দুই গ্রামের সচেতন যুবকরা গ্রামের প্রবেশ পথে বাঁশের প্রতিবন্ধকতা দিয়ে সেখানে নোটিশ টানিয়ে দিয়েছেন। এছাড়া প্রবেশমুখে রাখা হয়েছে সাবান পানি। নিজেদের প্রয়োজনে কেউ বাইরে গেলেও ফেরার পথে ওই সাবান পানিতে হাত পা ধুয়ে গ্রামে প্রবেশ করা বাধ্যতামূলকও করেছেন তারা।
এ বিষয়ে দেবনগর গ্রামের বাসিন্দা শিক্ষক মিজানুর রহমান বলেন, করোনা সতর্কতায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গ্রামবাসী এই উদ্যোগ নিয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ বলে তিনি জানান।
রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ