আপনাদের কাছে আকুল আবেদন, ঘর থেকে কেউ বের হবেন না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৮ এপ্রিল ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দেশ ও জাতিকে রক্ষায় ঘর থেকে বের হবেন না কেউ। করোনাভাইরাস মোকাবিলায় সবাই ঘরে থাকুন। আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দেব।

তিনি বলেন, করোনাভাইরাসের আতঙ্ক না ছড়িয়ে প্রতিরোধে এগিয়ে আসুন। খাদ্য সংকটের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। আপনাদের কাছে আকুল আবেদন দেশ ও জাতিকে রক্ষায় ঘর থেকে বের হবেন না কেউ। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

বুধবার দিনাজপুর একাডেমিক স্কুল প্রাঙ্গণে হরিজনদের মাঝে চাল-ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল হক ছুটু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।