নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ থেকে ফেরা ৮৭ জনকে রাখা হলো চরে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে গাইবান্ধায় ফেরত আসা ৮৭ জন নির্মাণ শ্রমিককে ফুলছড়ি উপজেলার দুটি চরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আবু রায়হান দোলন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে গাইবান্ধার নিজ বাড়ির উদ্দেশ্যে ফেরত আসা ৮৭ নির্মাণ শ্রমিককে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও টেংরাকানির চরের কয়েকটি মাদরাসা ঘরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের করোনাভাইরাস পরীক্ষা করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া জানান, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে ফেরত আসা ৮৭ নির্মাণ শ্রমিককে কোয়ারেন্টাইনে রেখে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ।
জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ