গাইবান্ধায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে শিশুর মুত্যু, নমুনা সংগ্রহ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রিমা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার রাখাল বুজরুজ দক্ষিণ মিয়াপাড়া গ্রামে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের এনামুল হকের মেয়ে।
এদিকে ওই শিশুর মৃতুর খবর পেয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম।
উপজেলার রাখাল বুজরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদত হোসেন জানান, শিশুটির মা-বাবা ঢাকায় থাকলেও শিশুটি বাড়িতেই ছিল। দীর্ঘ দিন ধরে সে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে ভুগছিল। গত ৫ এপ্রিল কাজকর্ম না থাকায় বাবা-মা ঢাকা থেকে বাড়িতে ফিরে আসে। এর মধ্যেই রিমা আবারও সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার সকালে মারা যায়। এতে এলাকায় করোনা আতঙ্কের দেখা দিলে প্রশাসনকে খবর দেয়া হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জাগো নিউজকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ মেডিকেল টিম করোনাভাইরাস পরিক্ষার জন্য ওই শিশুটির নমুনা সংগ্রহ করেছে।
জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ