নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে যাওয়া ২ জনের করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১১ এপ্রিল ২০২০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএম জহিরুল হায়াত।

আক্রান্ত হওয়া ওই যুবক (২৬) গত ৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে আসেন। তিনি মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আনারপুর গ্রামের বাসিন্দা। এর আগেও একই উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে এসেছেন।

স্থানীয় নির্ভরযোগ্য মাধ্যমে জানা গেছে, ওই যুবক বাড়িতে আসার পর করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে তিনি ৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা দেয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে তার নমুনা পরীক্ষায় আক্রান্তের রিপোর্ট উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য বিভাগ, থানা পুলিশসহ যৌথ সিদ্ধান্তে ওই বাড়ির আশাপাশের কমপেক্ষ ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। ওইসব বাড়িতে খাদ্য সামগ্রীর ব্যবস্থাও করা হবে উপজেলা প্রশাসন থেকে। আক্রান্ত যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে আনার ব্যবস্থা করা হয়েছে।

অপরদিকে নতুন আক্রান্ত যুবকের সঙ্গে পরিবারের লোকজনসহ যারা মেলামেশা করেছেন তাদের নমুনা পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে। আজই তাদের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গেছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানিয়েছেন, মতলব উত্তরে আরও একজন নতুন আক্রান্ত হওয়ার বিষয়টি জানার পরে মতলব উত্তর উপজেলার সঙ্গে জেলা সদরের জল ও স্থলপথে যোগাযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

ইকরাম চৌধুরী/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।