মুন্সীগঞ্জে ১০ জনের করোনা পজিটিভ, লকডাউন
করোনার সংক্রমণ রোধে মুন্সীগঞ্জ জেলাকে লকডাউন করেছে প্রশাসন। সেই সঙ্গে জেলায় প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. মনিরুজ্জামান তালুকদার এ তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে ডিসি জানান, করোনার সংক্রমণ রোধে জেলাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় সড়ক-মহাসড়ক, নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ জেলায় প্রবেশ এবং বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে। এ সংক্রান্ত বিষয়ে ৯ এপ্রিল একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল।
প্রসঙ্গত, এ পর্যন্ত মুন্সীগঞ্জের পাঁচটি উপজেলায় দশজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। লকডাউন করা হয়েছে ৬০টির বেশি বাড়ি ও তিনটি গ্রাম।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/এমকেএইচ