বরগুনায় করোনা উপসর্গ নিয়ে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
বরগুনার বামনা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক ওষুধ ব্যবসায়ীর (৬০) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় তিনি নিজ বাড়িতে মারা যান। গত পাঁচদিন ধরে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
মৃত ব্যক্তি পেশায় ওষুধ ব্যবসায়ী ছিলেন। তিনি উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, গত পাঁচদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে কোনো হাসপাতালে চিকিৎসা নেননি। অসুস্থ অবস্থাতেও তিনি নিয়মিত ওষুধের দোকানে বসতেন।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত ওই বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যান, পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা লকডাউন যথানিয়মে পালন হয় কিনা তা দেখাশোনা করবেন।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমকেএইচ