‘ত্রাণ বিতরণে এমপির লোক’ স্ট্যাটাস দিয়ে আ.লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১০:১৬ পিএম, ১১ এপ্রিল ২০২০

 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সফিউল আযম স্বপনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। মামলার পর শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) সকালে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। স্বপন উপজেলার টামটা উত্তর ইউনিয়নের তারাবালিয়া গ্রামের বাসিন্দা।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান বলেন, ত্রাণ বিতরণ নিয়ে মিথ্যা স্ট্যাটাস দেয়ায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সফিউল আযম স্বপন গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত ১২টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। চাঁদপুর-৫ আসনের এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম এমপিকে ইঙ্গিত করে ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এই মাত্র পাওয়া খবর, সরকারি ত্রাণ বিতরণে এমপির লোক হওয়া লাগবে, তা না হলে ত্রাণ বিতরণ নয়। বিশেষ সূত্রে পাওয়া খবর।’

এই স্ট্যাটাস উপজেলা আওয়ামী লীগের নজরে এলে শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারী তুষার তথ্যপ্রযুক্তি আইনে স্বপনের বিরুদ্ধে মামলা করেন।

শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, স্বপনের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর গ্রেফতার করা হয়। শনিবার তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আউয়ালকে ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

ইকরাম চৌধুরী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।