লক্ষ্মীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই যুবক (৩২) উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বেড়ি বাজার এলাকার বাসিন্দা।
শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে লক্ষ্মীপুরের সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। নমুনার ফলাফল পজিটিভ এসেছে। তিনি এতদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এখন তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হবে।
তবে আক্রান্ত যুবকের বাড়ি কিংবা এলাকা লকডাউন করা হয়েছে কি-না তা জানা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুণময় পোদ্দার বলেন, এখন কিছু বলা যাবে না। রোববার (১২ এপ্রিল) বিস্তারিত জানানো হবে।
লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না বলেন, আমাকে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ফোন করে বিষয়টি জানিয়েছেন। করোনা আক্রান্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। রাতের কারণে আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি। তবে রোববার সকালে তার বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হবে। এছাড়া পুরো ইউনিয়ন লকডাউনের আওতায় আনা হবে।
কাজল কায়েস/আরএআর/পিআর