সুনামগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:০৫ পিএম, ১২ এপ্রিল ২০২০

সুনামগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক নারী রোগী শনাক্ত হয়েছেন। তার বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলায়। রোববার (১২ এপ্রিল) সকালে ওই নারীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

সিভিল সার্জন বলেন, কয়েকদিন আগে সন্দেহভাজন ওই নারীর নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। রোববার সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তার বাড়ি লকডাউন করা হয়েছে। তার পরিবারের অন্য সদ্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত জেলা থেকে ১৮১ জানের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়ার পর বিকেলে জরুরি সভা ডেকেছে জেলা প্রশাসন। সেখান থেকে সুনামগঞ্জ লকডাউনের মতো সিদ্ধান্ত আসতে পারে।

জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, বিকেলে করোনা নিয়ে জরুরি বৈঠক আছে। বৈঠকে আমরা বিভিন্ন বিষয়ে সিদ্বান্ত নেব।

তিনি জানান, করোনা শনাক্ত হওয়া রোগীর সার্বিক অবস্থা জানার জন্য তার বাড়িতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। যদি তার শারীরিক অবস্থার অবনিত হয় তাহলে তাকে আইসোলেশনে ভর্তি করা হবে।

মোসাইদ রাহাত/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।