সাঘাটায় গ্রাম্য সালিশে বিচারককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:২০ পিএম, ১২ এপ্রিল ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গ্রাম্য সালিশে মধ্যস্থকারী সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লাকে ( ৬০) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িত শ্যামল ও নিলমণি সাহাকে আটক করেছে পুলিশ। রোববার ( ১২ এপ্রিল ) বেলা ১১টার দিকে সাঘাটা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ মোল্লা সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের মৃত কছোর উদ্দিন মোল্লার ছেলে। তিনি সাঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে ওই ইউনিয়নের স্থানীয় সালিশে ন্যায় বিচার দেয়ার ক্ষেত্রে হামিদ মোল্লার ব্যাপক সুনাম ছিল।

পুলিশ জানায়, সাঘাটা বাজারে ব্যবসায়ী ননী গোপাল সাহার তিন ছেলের মধ্যে পারিবারিক জমি-জমার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। সকালে মেজ ভাই কালাচান সাহার ডাকে বিরোধ নিষ্পত্তিতে সালিশি বৈঠকে মধ্যস্থকারী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবে আব্দুল হামিদ মোল্লা উপস্থিত হন। এতে ক্ষিপ্ত হয়ে শ্যামল ও নিলমণি সাহা হামিদ মোল্লাকে পিটিয়ে মাটিতে ফেলে কিলঘুষি মারতে থাকে। এসময় ঘটনাস্থলেই হামিদ মোল্লার মৃত্যু হয়। তাকে সাঘাটা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং ঘটনায় জড়িত শ্যামল ও নিলমণি সাহাকে আটক করা হয়েছে।

জাহিদ খন্দকার/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।