কিশোরগঞ্জে লকডাউন মানছে না কেউ, যেখানে-সেখানে জটলা
কিশোরগঞ্জে লকডাউন মানছে না সাধারণ মানুষ। রাস্তায় অবাধে চলছে রিকশা-অটোসহ অন্যান্য ছোট যানবাহন। এতে করে জেলায় করোনোর ঝুঁকি বাড়ছে। প্রশাসনের কঠোর নির্দেশনা অমান্য করে প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তায় নেমে আসছে মানুষ। তাদের ঘরমুখো করতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
সোমবার শহরের প্রধান প্রধান সড়কে অবাধে ছোট ছোট যানবাহন চলতে দেখা গেছে। যেখানে-সেখানে মানুষের জটলা। করোনা প্রতিরোধে হাট-বাজার ও দোকান নির্ধারিত সময়ে খোলার নির্দেশনা থাকলেও সুযোগ পেলেই অনেক দোকান খোলা রাখা হচ্ছে।
বিশেষ করে শহরের বড় বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। শহরের বড় বাজার, পুরান থানা ও কাছারি বাজারে উপচে পড়ছে মানুষ। তবে কয়েক দিনের মধ্যেই খোলা জায়গায় বাজারগুলো সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
কিশোরগঞ্জে এ পর্যন্ত ১১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক যুবকের। এখনই কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা অনেকের।
নূর মোহাম্মদ/বিএ/পিআর