করোনার উপসর্গ নিয়ে শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নাসির মোল্লা (৪৫) নামে এক রংমিস্ত্রি মারা গেছেন। সোমবার (১৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাহশ্রাদ্দি গ্রামে শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়।
আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শামসুল হক ফকির বলেন, নাসির মোল্লা ঢাকায় রংয়ের কারখানায় চাকরি করতেন। কয়েকদিন আগে কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরে কিছু অংশ পুড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাউফলে শ্বশুরবাড়িতে আসেন নাসির মোল্লা।
রোববার (১২ এপ্রিল) কাশিপুর ডায়াগনোস্টিক সেন্টারে তিনি রক্ত পরীক্ষা করাতে যান। সেখান থেকে জানানো হয় তার টাইফয়েড হয়েছে। সোমবার গভীর রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। নাসির গলাচিপার বকুলবাড়ি ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের বাসিন্দা ধনু মোল্লার ছেলে।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিকে সাহা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী মৃত্যুর তিন ঘণ্টার মধ্যে নমুনা সংগ্রহ করতে হয়। রোগী মধ্যরাতে মারা গেছেন, খবর পেয়েছি সকাল ৭টায় এ কারণে তার নমুনা সংগ্রহ করা যাবে না।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তির স্বজনদের নমুনা সংগ্রহ করতে ইতোমধ্যে লোক গেছে। তাদের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত ওই বাড়ি দুটিকে কোয়ারেন্টাইন করা হয়েছে। তাদের রিপোর্ট পজিটিভ আসলে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ওই এলাকা লকডাউন করা হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম