নিউইয়র্কে করোনায় মারা গেলেন শ্বশুর-পুত্রবধূ
করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী টাঙ্গাইলের শ্বশুর-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুত্রবধূ বনিতা তাজিন (৩২) গত রোববার রাতে মৃত্যবরণ করেছেন। তিনি টাঙ্গাইল শহরের কলেজ পাড়ার মরহুম জহিরুল ইসলাম খান মজনুর মেয়ে এবং জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মরহুম অ্যাডভোকেট সেতাব আলী খানের নাতনি।
এদিকে বনিতা তাজিনের শ্বশুর টাঙ্গাইলের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ হায়াত আলী আকন্দ (৮২) গত ৩ এপ্রিল লং আইল্যান্ড জুইস (এলআইজি) হাসপাতালে ইন্তেকাল করেন। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন।
জানা গেছে, কুইন্সের জ্যামাইকার ব্রয়ারউড এলাকায় বসবাসকারী বনিতা তাজিন সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও তাজিনের স্বামী তারিক রাশেদ করোনায় আক্রন্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সুস্থ হয়ে কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
বনিতা তাজিন ৪-৫ বছর যাবৎ যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়ে নিউইয়র্কে বসবাস করছিলেন।
টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ উর রহমান টগর/এফএ/পিআর