গভীররাতে ১৬ বস্তা সরকারি চাল ফেলে গেল কারা?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৪ এপ্রিল ২০২০

বাগেরহাটের মোংলায় ১৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মোংলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, সোমবার দিবাগত গভীররাতে পৌর শহরের মাদরাসা রোড সংলগ্ন বাগেরহাট জেটি থেকে ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

চাল ফেলে রেখে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আপাতত মামলা নয়, জিডি করা হবে। কে বা কারা এর সঙ্গে জড়িত তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সরকারি চাল উদ্ধারের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান বলেন, ভাবমূতি নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলক কেউ এটা করেছে কিনা! কারণ খাদ্য অধিদপ্তরের বস্তা ঠিকই আছে, কিন্তু বস্তার মুখের সেলাই ঢিলেঢালা। তাই বিষয়টি এ মূহুর্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না, কিভাবে চালের বস্তা এখানে এলো এবং কারাই আনলো।

মোংলা সরকারি খাদ্য গুদামের ইনচার্জ (ওসিএলএসডি) মো. মমিনুল ইসলাম এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

শওকত আলী বাবু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।